
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দী উপজেলার দেলসাদ আলী (৫১) হত্যা মামলার এজাহারনামীয় ৫ নম্বর পলাতক আসামী আসাদুল খান (২২),কে গ্রেপ্তার করেছে র্যাব ১২।
বগুড়া র্যাব-১২, সিপিএসসি এবং সিপিএসসি লালবাগ, র্যাব-১০ এর যৌথ অভিযানে গত সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন ইবনেসিনা হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসাদুল খান বগুড়া সারিয়াকান্দি উপজেলার উত্তর শংকরপুর গ্রামের মোঃ জারাল খানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধ ও মরিচের চারা চুরির ঘটনাকে কেন্দ্র করে দেলসাদ আলীকে বাঁশের লাঠি ও ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এজাহারনামীয় আসামীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে আইসিইউতে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৩ নভেম্বর সকাল ১০টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সারিয়াকান্দী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসাদুল খান পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, গ্রেফতার এড়াতে আসাদুল খান ঢাকা লালবাগ এলাকার ইবনেসিনা হাসপাতালের আশপাশে অবস্থান করছে। পরে র্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার সারিয়াকান্দী থানায় হস্তান্তর করা হয়েছে।



















