
জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গাজীপুর মহানগরীর বাসন থানাধীন তেলিপাড়া এলাকায় অবস্থিত তাজমহল আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর ২০২৫ ইং রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় বাসন থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি বাসন থানার মামলা নং-৩৫, তারিখ-৩০/১২/২০২৫ ইং। মামলায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ১১/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে হোটেলের ম্যানেজার ও স্টাফসহ নারী-পুরুষ রয়েছেন। তারা বিভিন্ন জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন। মোঃ ওমর আলী ছেলে গাজীপুর মহানগর গাজীপুর এলাকার শাকিল আহমেদ (৩৮) হোটেল ম্যানেজার মোঃ বাদশা (২৫), হোটেল স্টাফ মোঃ সবুজ (২৩), হোটেল স্টাফ মোঃ শাকিল (৩২) মামুন (৩০) মোঃ শরিফুল ইসলাম (৩৯) সাকিবা (৩৫) কাজল (৩০) স্বপ্না (১৯) শারমিন (২৫) সুমাইয়া (১৯) শান্তা (১৯) রেশমা আক্তার অন্তরা (২৮) পপি (২৮) ফাতেমা (১৯) সাদিয়া আক্তার মুন (১৯) সালমা আক্তার (২৪)
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















