
লিসান আহমেদ স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার বাইপাস বাগানবাড়িতে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়। শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো: শহিদুল ইসলাম মৃধা এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় প্রার্থনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস,সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,
শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধির চন্দ্র দত্ত,সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জ্ঞানদ্বীপ ঘোষ, শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দত্ত, শিবু দাস, এডভোকেট নীলকমল প্রমুখ।


















