
আলফাজ মামুন নুরী কক্সবাজার জেলা প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে পুলিশ একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র হেফাজতে রাখার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার নারী খোরশিদা বেগম (৩৫), তিনি ওই এলাকার নুরুল হকের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল খোরশিদা বেগমের মেয়ের জামাই বাপ্পীর বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় একটি তালাবদ্ধ কক্ষ খুলে তল্লাশি চালানো হলে সেখানে রাখা কাপড়ের ভাঁজ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঘটনাস্থল থেকেই খোরশিদা বেগমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, বুধবার দুপুরে গ্রেপ্তার নারীকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।


















