
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মীর ওরফে রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেল তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: আনারুল ইসলাম (২২), পিতা আঃ রাজ্জাক, সাং দক্ষিন বাসুদেবপুর, থানা হাকিমপুর, জেলা দিনাজপুর। খালেদা বেগম (২৪), স্বামী সজীব হোসেন, পিতা আঃ রাজ্জাক, একই ঠিকানার বাসিন্দা; বর্তমানে বগুড়া শহরের বাদুরতলা, সেউজগাড়ি (স্টেশনের পেছনে) এলাকায় বসবাস করছেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ 

























